বিপিএল চট্টগ্রাম পর্ব : টিকিট কাউন্টার ফাঁকা- আগ্রহ নেই দর্শকদের

প্রথম প্রকাশঃ জানুয়ারি ১২, ২০২৩ সময়ঃ ৩:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১০ অপরাহ্ণ

সুজা তালুকদার চট্টগ্রাম থেকে

বিপিএলের ৯ম আসরের সূচী ৫টি ভাগে ভাগ করেছে আয়োজক কমিটি। তার মধ্যে প্রথম পর্বটি শেষ হয়ে গেছে গতকাল ১০ জানুয়ারী। এবার কাল থেকে দ্বিতীয় পর্ব মাঠে গড়াবে চট্টগ্রামের ভেন্যুতে। কিন্তু তাতে আগ্রহ নেই দর্শকদের।

৬,৭, ৯ ও ১০ মোট চার দিনে ৮টি ম্যাচ মিরপুরের উইকেটে অনুষ্ঠিত হয়েছে। কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে ১৩ জানুয়ারী থেকে চলবে ২০ জানুয়ারী পর্যন্ত।

সরজমিনে গিয়ে দেখা গেছে টিকিট কাউন্টার গুলো ফাঁকা। টিকিট বিক্রিতে মন্দা ভাব। দর্শক নেই বললেই চলে।

চট্টগ্রামের সাগরিকায় অবস্থিত ক্রিকেট ভেন্যুর মুল রাস্তায় কাউন্টার ফাঁকা, একই অবস্থা চট্টগ্রাম নগরীর মধ্যভাগে অবস্থিত এমএ আজিজ স্টেডিয়ামে বসানো টিকিট কাউন্টারেও।

দর্শক-হীন বিপিএল কি কাল চট্টগ্রাম শুরু করবে! এমন শংকা নিয়ে চিন্তিত বিপিএলের আয়োজক কমিটি। তবে এর জবাব দিতে কেউ প্রস্তুত নয়। কারণ বিপিএল শুরু হওয়া আগের দিন ৫ জানুযারী মিরপুরের টাইটেল স্পন্সর ঘোষণার দিন সাংবাদিকদের সাথে এ নিয়ে বিপিএলের কর্তাদের অনেক প্রশ্ন-জবাব পর্ব অনুষ্ঠিত হয়ে গেছে। তাই এ নিয়ে আপাতত কেউ কোন কথা বলছে না।

চট্টগ্রামের উইকেটে কাল ১৩ জানুয়ারী দুপুরের ম্যাচে নিজেদের হোম গ্রাউন্ডে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলবে তারকায় ভরা ফরচুন বরিশালের বিপক্ষে। আর সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স বনাম রংপুর রাইডার্স।

২০ জানুয়ারীর পর বিপিএলে আবার চলে আসবে মিরপুরের উইকেটে। ঢাকায় তৃতীয় পর্বে ২৩ ও ২৪ জানুয়ারী ম্যাচ হবে ৪টি। এরপর ৪র্থ পর্ব সিলেটে তারপর শেষ পর্ব মিরপুরে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G