ওমানকে উড়িয়ে পাকিস্তানের শুভ সূচনা

প্রথম প্রকাশঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫ সময়ঃ ৯:৩৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৯ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

এশিয়া কাপে নবাগত ওমানের বিপক্ষে দাপুটে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে পাকিস্তান। ব্যাট হাতে মোহাম্মদ হারিসের ঝড়ো ফিফটি ও বোলারদের সম্মিলিত নৈপুণ্যে শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তারা জয় পায় ৯৩ রানের ব্যবধানে।

প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রান। জবাবে ওমানের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৬৭ রানে।

পাকিস্তানের ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন উইকেটরক্ষক-ব্যাটার হারিস। তিন নম্বরে নেমে মাত্র ৪৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় করেন ৬৬ রান। তার এই ইনিংসই ম্যাচের সেরা পারফরম্যান্স হিসেবে স্বীকৃতি পায়। সাহিবজাদা ফারহানের (২৯) সঙ্গে তার জুটি গড়ে তোলে ৬৪ বলে ৮৫ রান। তবে মাঝের ওভারে উইকেট হারিয়ে ধাক্কা খায় পাকিস্তান। শেষ দিকে ফখর জামান (২৩*) ও মোহাম্মদ নাওয়াজের (১৯) ক্যামিও ইনিংসে দল পৌঁছে যায় ১৬০ রানে।

ওমানের হয়ে কালিম ও শাহ ফয়সাল নেন ৩টি করে উইকেট।

তবে রান তাড়ায় শুরু থেকেই ধস নামে ওমানের ব্যাটিং লাইনআপে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় কখনোই ম্যাচে ফেরার সুযোগ তৈরি হয়নি তাদের জন্য। কেবল হাম্মাদ মির্জা (২৭) ও কালিম (১৩) দুই অঙ্ক ছুঁতে পারেন।

পাকিস্তানের হয়ে ছয়জন বোলারই উইকেট শিকার করেন। সাইম, ফাহিম ও সুফিয়ান মুকিম নেন সর্বোচ্চ ২টি করে উইকেট।

এই জয়ের মাধ্যমে পাকিস্তান ‘এ’ গ্রুপে শুভসূচনা করল। রোববার তাদের প্রতিপক্ষ হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। অন্যদিকে সোমবার সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে ওমান।

ফলাফল: পাকিস্তান জয়ী ৯৩ রানে
ম্যাচসেরা: মোহাম্মদ হারিস (পাকিস্তান)

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G