কারওয়ানে বাজারে ‘অদৃশ্য হাতের’ কারণে ৩০ টাকার সবজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে

প্রকাশঃ সেপ্টেম্বর ২০, ২০২৫ সময়ঃ ১১:৫৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৫ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

কারওয়ান বাজারে ‘অদৃশ্য হাতের’ কারণে ৩০ টাকার সবজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, কৃষক ৩০ টাকায় যে সবজি বিক্রি করেন, সেটি পাইকারি ও খুচরা বাজারে পৌঁছে ভোক্তাদের কিনতে হচ্ছে তিনগুণ দামে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “১০০ টাকার সবজির মধ্যে যদি কৃষক ৮০ টাকা পেতেন, তাহলে ভোক্তাদের এতটা চাপ অনুভব করতে হতো না। কিন্তু কৃষক মাত্র ৩০ টাকা পান, আর বাকি টাকাটা পথে পথে দালাল ও মধ্যস্বত্বভোগীদের হাতে চলে যায়।”

তিনি জানান, দেশে আধুনিক ও সমবায়ভিত্তিক উৎপাদন ও বিপণন ব্যবস্থা গড়ে না ওঠায় এ ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এর ফলে বাজার নিয়ন্ত্রণ করছে অসংখ্য মধ্যস্বত্বভোগীর অদৃশ্য সিন্ডিকেট।

এই পরিস্থিতি মোকাবিলায় নতুন উদ্যোগের কথাও জানান ক্যাব সভাপতি। তিনি বলেন, “আগামী ১ অক্টোবর থেকে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের পাশে একটি নতুন সবজি হাব চালু হবে। এখানে কৃষকেরা সরাসরি তাদের পণ্য বিক্রি করবেন এবং খুচরা ব্যবসায়ীরা সেখান থেকে কিনবেন। এতে ২০ টাকা বা তারও কম দামে সবজি কেনা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “কারওয়ান বাজারে রাত ১২টার পর ট্রাক থেকে নামার সঙ্গে সঙ্গেই সবজির দাম দ্বিগুণ হয়ে যায়। এই সিন্ডিকেট ভাঙতে চাই আমরা।”

সফিকুজ্জামান জানান, সবজির বাজারে নির্দিষ্ট কোনো করপোরেট গ্রুপ নয়, বরং শত শত মধ্যস্বত্বভোগী একসঙ্গে কাজ করছে। যথাযথ ব্যবস্থা না নিলে এই দালাল-ফরিয়াদের দৌরাত্ম্য বন্ধ হবে না এবং বাজারে শৃঙ্খলাও ফিরবে না।

এসময় তিনি বলেন, ক্যাব সরাসরি আইন প্রয়োগকারী সংস্থা না হলেও অনিয়ম শনাক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বাধ্য করবে। প্রয়োজনে আদালতের শরণাপন্ন হওয়ার কথাও জানান তিনি।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G