ইসরায়েলের বাধা সত্ত্বেও গাজার পথে ৩০ নৌযান

প্রকাশঃ অক্টোবর ২, ২০২৫ সময়ঃ ১:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫১ অপরাহ্ণ

ইসরায়েলের বাধা ও মানবাধিকারকর্মীদের আটকের পরও ফিলিস্তিনের গাজার দিকে অগ্রসর হচ্ছে মানবিক ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৩০টি নৌযান।

রয়টার্স জানায়, ফ্লোটিলার সর্বশেষ টেলিগ্রাম বার্তায় উল্লেখ করা হয়েছে— বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে নৌযানগুলো গাজার উপকূল থেকে মাত্র ৪৬ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।

এর আগে ভূমধ্যসাগরে গাজা থেকে প্রায় ১২৯ কিলোমিটার দূরে ফ্লোটিলার অন্তত ১৩টি নৌকা আটকায় ইসরায়েলি বাহিনী। এ সময় নৌযানের আরোহী মানবাধিকারকর্মীদের আটক করা হয়। আটক হওয়াদের মধ্যে রয়েছেন সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও।

মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে ফ্লোটিলার যাত্রা শুরু হয় গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে। ধাপে ধাপে যুক্ত হয়ে সর্বশেষ বহরে অংশ নেয় ৪০টি নৌযান, যেখানে অন্তর্ভুক্ত ছিল ৪৪ দেশের প্রায় ৫০০ মানুষ। এর মধ্যে বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলমসহ আরও দুই বাংলাদেশির উপস্থিতির খবর নিশ্চিত হওয়া গেছে।

ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু নৌযান আটক হলেও বাকিগুলো এখনও গাজার উদ্দেশে মানবিক ত্রাণ পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G