প্রকৃত জুলাই যোদ্ধারা বিশৃঙ্খলায় জড়িত নন: সালাহউদ্দিন আহমদ

প্রকাশঃ অক্টোবর ১৯, ২০২৫ সময়ঃ ৬:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সংঘটিত বিশৃঙ্খলার সঙ্গে ‘জুলাই যোদ্ধারা’ জড়িত থাকতে পারেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “সত্যিকারের জুলাই যোদ্ধারা কখনোই নৈরাজ্য বা সহিংসতা সৃষ্টি করতে পারেন না। বরং সেখানে আওয়ামী ফ্যাসিবাদীদের অনুপ্রবেশের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।”

রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ জানান, জুলাই সনদ নিয়ে তার বক্তব্য বিকৃত করা হয়নি, বরং ‘কাটছাঁট’ করে প্রচার করা হয়েছে।

শুক্রবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে বিক্ষোভে অংশ নেওয়া একদল যুবক পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বিক্ষোভকারীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনায় পাঁচটি মামলা হয়েছে, আসামি করা হয়েছে প্রায় নয়শ’জন অজ্ঞাতনামাকে।

জুলাই সনদ সম্পর্কে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “সব রাজনৈতিক দলের ধারাবাহিক আন্দোলনের ফলেই ছাত্র গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে। জুলাই সনদে আমরা সেই ঐতিহাসিক ভূমিকার স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেছি, যাতে কেউ বিতর্কিত না হয়।”

তিনি আরও বলেন, “বিএনপিকে অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে চেষ্টা চলছে, তা সফল হবে না।”

এ সময় এনসিপি নেতা নাহিদ ইসলামের জাতির কাছে ক্ষমা চাওয়ার বক্তব্যকে তিনি স্বাগত জানান এবং বলেন, “দেশে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো একই সূত্রে গাঁথা—দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে।”

বিএনপির বক্তব্য বিকৃত করে প্রচার না করারও আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G