প্রতিক্ষণ ডেস্ক
চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৬ রানে হেরে সিরিজ শুরু করেছে বাংলাদেশ।
বাংলাদেশ ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিংয়ে ধস খায়। শুরুটা ভালো হয়েছিল দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ব্যাটিংয়ে। তবে জেডন সিলসের পেস বোলিং এবং আকিল হোসেনের স্পিনের সামনে দল ধীরে ধীরে চাপের মুখে পড়ে। দলীয় ৭৭ রানে ৬ উইকেট হারানোর পরও বড় ব্যবধান কাটানো সম্ভব হয়নি।
শেষ দিকে ঝড়ো ব্যাটিং করেন তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ। ২৩ বলে ৪০ রানের জুটিতে জয়ের সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু তানজিম ৩৩ রানে আউট হতেই বাংলাদেশ হার নিশ্চিত করে। শেষ দুই ব্যাটার তাসকিন আহমেদ (১০) ও মুস্তাফিজুর রহমান (১১*) কিছুটা ব্যবধান কমাতে সক্ষম হন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩টি করে উইকেট শিকার করেছেন জেডন সিলস ও জেসন হোল্ডার। আগের ইনিংসে শেষ দিকে ক্যারিবিয়ানদের ঝড় তুলেছেন শাই হোপ ও রোভম্যান পাওয়েল। চতুর্থ উইকেটে ৮৩ রানের অপরাজিত জুটি গড়ে দলকে ১৬৫ রানের সংগ্রহ এনে দেন তারা। হোপ অপরাজিত ৪৬ ও পাওয়েল ৪৪ রানে থাকেন। এছাড়া ওপেনার অ্যালিক আথানাজে (৩৪) ও ব্র্যান্ডন কিং (৩৩)ও উল্লেখযোগ্য অবদান রাখেন।