৩ নভেম্বর সারাদেশে ফার্মেসি বন্ধ রাখার ঘোষণা

প্রকাশঃ অক্টোবর ২৮, ২০২৫ সময়ঃ ৯:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ওষুধ বিক্রির কমিশন ১২ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার দাবিতে আগামী ৩ নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদেশে ফার্মেসি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।

সোমবার সংগঠনের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সমিতির সভাপতি ময়নুল হক চৌধুরী। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ওষুধ ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ অবস্থায় কমিশন হার ১২ শতাংশ থেকে ২৫ শতাংশে উন্নীত করার দাবি জানিয়ে ৯ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে সমিতি। একইসঙ্গে তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরে চিঠিও পাঠায়।

তবে নির্ধারিত সময়ের মধ্যেও কোনো সাড়া না পেয়ে সংগঠনটি ৩ নভেম্বর সারাদেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব ফার্মেসি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

এ ছাড়া জীবনরক্ষাকারী ওষুধের সরবরাহ নিশ্চিত রাখতে প্রতিটি হাসপাতালের সামনে অন্তত একটি ফার্মেসি খোলা রাখার সিদ্ধান্তও জানায় সমিতি।

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G