রাজনৈতিক অনৈক্যে সরকারের করণীয় অনিশ্চিত: আইন উপদেষ্টা আসিফ নজরুল

প্রকাশঃ অক্টোবর ৩০, ২০২৫ সময়ঃ ৯:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বিরোধ ও উত্তেজনাপূর্ণ অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, ‘আপনারা যদি এভাবে ভূমিকা নেন, সরকার কী করবে, আমরা ঠিক বুঝতে পারছি না।’

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ২৭০ দিন ধরে আলোচনার পরও ঐকমত্য না আসায় সরকার কঠিন অবস্থায় পড়েছে।

তিনি জানান, বর্তমানে তিন দিক থেকে মতবিরোধ দেখা দিয়েছে—সনদের বিষয়বস্তু, বাস্তবায়নের পদ্ধতি এবং গণভোটের সময়সূচি নিয়ে। জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া দুটি বিকল্প প্রস্তাব (আদেশের মাধ্যমে বাস্তবায়ন বা সংসদীয় প্রক্রিয়ায় হস্তান্তর) নিয়েও রাজনৈতিক দলগুলো একমত নয়।

আইন উপদেষ্টা আরও বলেন, গণভোট নিয়ে বিরোধ এখন তীব্রতম পর্যায়ে। তাই সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। তিনি যোগ করেন, “এই সরকার এক ধরনের ঐকমত্যের সরকার, কিন্তু রাজনৈতিক অনৈক্য বাড়লে সেটি টিকিয়ে রাখা কঠিন হবে।”

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G