ইলিশ রক্ষায় জাটকা শিকারে আট মাসের নিষেধাজ্ঞা

প্রকাশঃ নভেম্বর ১, ২০২৫ সময়ঃ ২:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৫ অপরাহ্ণ

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও এই জাতীয় সম্পদকে টিকিয়ে রাখতে শনিবার (১ নভেম্বর) থেকে সারা দেশে জাটকা আহরণে নিষেধাজ্ঞা বলবৎ হয়েছে। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত টানা আট মাস এই নিষেধাজ্ঞা চলবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ (জাটকা) ধরাসহ পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুত কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। এ উদ্যোগের বাস্তবায়ন করবে মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তর।

এর আগে ৪ থেকে ২৫ অক্টোবর প্রধান প্রজনন মৌসুমে ডিমওয়ালা ইলিশ রক্ষায় ‘ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’ পরিচালনা করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, সেই সময় নিঃসৃত ডিম থেকে উৎপন্ন পোনা বর্তমানে নদী-মোহনায় বেড়ে উঠছে। এগুলো যথাযথভাবে সুরক্ষা দেওয়া গেলে দেশের ইলিশ উৎপাদন আরও বাড়বে।

আইন অমান্য করলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ-২০২৫ এবং সংরক্ষণ বিধিমালা-১৯৮৫ অনুযায়ী সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা, কিংবা উভয় দণ্ড প্রয়োগ করা হতে পারে।

নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নে নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র‍্যাব, জেলা-উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে সমন্বিত অভিযান চালাবে মৎস্য অধিদপ্তর।

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G