চট্টগ্রামে পারিবারিক কলহে ছোট ভাইকে গলাটিপে হত্যা

প্রকাশঃ নভেম্বর ২, ২০২৫ সময়ঃ ৬:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হয়েছেন। নিহত শাহাদাত হোসেনের বয়স ৩৫ বছর। শনিবার (১ নভেম্বর) দুপুরে ওসমানপুর ইউনিয়নের উত্তর মরগাং গ্রামে ভোলা মেম্বারদের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি শাহাদাতের মেয়ের স্কুল ব্যাগে বড় ভাই আলী হাসানের ছেলে বালি ঢুকিয়ে দেয়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে বড় ভাই শাহাদাতকে গলাটিপে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম বলেন, হত্যাকাণ্ডে জড়িত বড় ভাই আলী হাসানকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G