জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা
প্রতিক্ষণ ডেস্ক
জাতীয় নির্বাচনের কারণে এ বছর বিশ্ব ইজতেমার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও পরবর্তী রমজানের আগে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার দুপুরে সচিবালয়ে তাবলীগ জামায়াতের জুবায়ের ও সা’দপন্থিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, সরকারের এ সিদ্ধান্তের সঙ্গে তাবলীগ জামায়াতের দুই পক্ষই সম্মত হয়েছে। তবে কোন পক্ষ আগে ইজতেমা করবে তা এখনো নির্ধারিত হয়নি। তিনি উল্লেখ করেন, দুই গ্রুপের একসঙ্গে ইজতেমা আয়োজনের সুযোগ নেই এবং আলোচনা করে পরবর্তীতে তারিখ নির্ধারণ করা হবে।
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আ ফ ম খালিদ হোসেন বলেন, দেশ নির্বাচনের প্রতিই এগোচ্ছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের নিয়মিত যোগাযোগ রয়েছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো জুলাই সনদে সই না করলেও আলোচনার মাধ্যমে তাদের অবস্থান পরিবর্তন হবে বলে আশা করা যাচ্ছে।
ইসলামি বক্তা জাকির নায়েকের বাংলাদেশ সফর প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, বিষয়টি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিক্ষেত্র। বিদেশি অতিথি এলে অনুমতির বিষয়টি ওই মন্ত্রণালয়গুলো দেখবে এবং অনুমতি পেলে তিনিই বাংলাদেশে আসতে পারবেন।














