কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশঃ নভেম্বর ৬, ২০২৫ সময়ঃ ৫:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

কুমিল্লা নগরীর মগবাড়ি চৌমুহনী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রেজাউল কবীর বুলবুল (৫৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে আদালতের উত্তর পাশের ওই এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

রেজাউল কবীর নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা ও স্থানীয় মগবাড়িতে একটি কনফেকশনারি দোকানের মালিক ছিলেন। স্বজনদের ভাষ্য, তিনি বাইসাইকেলে মালামাল আনতে গিয়ে দোকানের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি অটোরিকশা ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর মগবাড়ি এলাকার ব্যবসায়ীসহ পুরাতন চৌধুরীপাড়ায় শোকের ছায়া নেমে আসে। এ বিষয়ে কুমিল্লা ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম বলেন, শহরে দীর্ঘদিন ধরে অটোরিকশার ‘অরাজকতা’ চললেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এর আগেও শিক্ষক ও শিক্ষার্থীরা এমন দুর্ঘটনায় আহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G