প্রতিক্ষণ ডেস্ক
গান, অভিনয় ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নেওয়ার পর থেকে জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে ঘিরে নানা জল্পনা চলছিল। সম্প্রতি গুঞ্জন ছড়ায়, তিনি নাকি একটি রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিতে পারেন। তবে অবশেষে নিজেই বিষয়টি স্পষ্ট করেছেন তাহসান—তিনি রাজনীতিতে যাচ্ছেন না।
ঢাকায় এক উৎসবের উদ্বোধনে উপস্থিত হয়ে তাহসান বলেন, “অস্ট্রেলিয়ার মেলবোর্নের কনসার্টে যখন গান ছাড়ার কথা বলেছিলাম, তখন খুব কম মানুষ ছিল। ভাবিনি, সেটা এভাবে ছড়িয়ে পড়বে। অভিনয় থেকে যেমন ধীরে ধীরে সরে এসেছি, গান থেকেও তেমনই সাময়িক বিরতি নিচ্ছি। আমি একটু আবেগপ্রবণ মানুষ, হয়তো কথাটা আবেগে বলে ফেলেছিলাম। এরপর দেখি, আমার ছবিতে টুপি বসিয়ে রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে! আমি নাকি রাজনীতি করছি!”
তাহসান জানান, এসব গুজব ছড়ানো হয়েছে ভাইরাল হওয়ার লোভে। “এগুলো এখন খেলার মতো একটা ব্যাপার হয়ে গেছে,” বলেন তিনি। “মানুষ এখন ভাইরাল হওয়ার নেশায় মেতে আছে। তাই এখন কথা বলার সময়ও খুব চিন্তা করে বলতে হয়—কোন কথাটা কীভাবে ছড়িয়ে যাবে, কে জানে!”
বর্তমানে তাহসান নিজের পড়াশোনা ও আত্মঅন্বেষণে মন দিতে চান। তাঁর ভাষায়, “প্রত্যেক মানুষের জীবনে বিভিন্ন অধ্যায় থাকে। আগে ভাবতাম অনেক কিছু জানি, কিন্তু এখন মনে হয় কিছুই জানি না। আরও শেখার প্রয়োজন আছে, তাই এখন পড়াশোনাতেই মন দিতে চাই।”
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার কারণও ব্যাখ্যা করেছেন তাহসান। তিনি বলেন, “অবসরে যাওয়া মানুষের এসবের দরকার নেই। সোশ্যাল মিডিয়া এখন অনেক টক্সিক—ভালোটার চেয়ে খারাপ খবরের প্রচারই বেশি হয়। তাই অনেক দিন ধরেই বিরক্ত লাগছিল। আমি চাই মানুষ আস্তে আস্তে আমাকে ভুলে যাক।”
ভক্তদের আবেগ ও প্রতিক্রিয়া সম্পর্কে তাহসান বলেন, “গান ছেড়ে দেওয়া আমার জন্য সহজ সিদ্ধান্ত ছিল না। আমি গানকে জীবনের চেয়েও বেশি ভালোবেসেছি। কিন্তু কিছু অভিজ্ঞতা ও উপলব্ধি আমাকে বুঝিয়েছে—একটু সাধারণ জীবনে ফিরে যাওয়া দরকার।”
সব মিলিয়ে, রাজনীতিতে যোগদানের গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তাহসান খান। তাঁর একমাত্র লক্ষ্য এখন পড়াশোনা, আত্মউন্নয়ন এবং নিরব শান্ত জীবনে ফিরে যাওয়া।