প্রতিক্ষণ ডেস্ক
সোহেল রানা বয়াতির নির্মিত সিনেমা ‘নয়া মানুষ’ দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য আমন্ত্রণ পেয়েছে। এটি বাংলাদেশে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং পাকিস্তানের ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল-এ দেখানো হবে।
চলচ্চিত্রটি আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালুচর’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজা সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন। এতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, রওনক হাসান, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান ও শিশুশিল্পী ঊষশী।
নির্মাতা মাসুম রেজা বলেন, “‘নয়া মানুষ’ আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শিত হলে আমাদের সমাজে ধর্ম-বর্ণ নির্বিশেষে সহাবস্থানের বার্তা ফুটে উঠবে। আশা করি, সারা বিশ্বের দর্শক ছবিটি দেখবেন।”
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাংলাদেশের মর্যাদাপূর্ণ উৎসব। ২৪তম আসর অনুষ্ঠিত হবে ১০–১৮ জানুয়ারি ২০২৬। উৎসবের বাংলাদেশ প্যানারোমা বিভাগে প্রতিযোগিতা করবে ‘নয়া মানুষ’।
অন্যদিকে পাকিস্তানের ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল করাচিতে ৩১ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। উৎসবে বিশ্বের শতাধিক দেশের শিল্পী অংশগ্রহণ করবেন। ‘নয়া মানুষ’ প্রদর্শিত হবে ২৭ নভেম্বর ২০২৫, বিকেল ৪টায়।
চলচ্চিত্রে গান করেছেন বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, বেলাল খান, অনিমেষ রয়, মাসা ইসলাম ও খাইরুল ওয়াসী। সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী, মুশফিক লিটু ও শোভন রায়।
মাসুম রেজা জানান, “সহজ ও সরল গল্পটি দর্শকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এটি বিদেশ ও দেশে প্রদর্শিত হওয়ায় আমার পরবর্তী চলচ্চিত্র নির্মাণের উৎসাহ বেড়েছে।”