ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে দুজনের মৃত্যু, ২১ দিন পর খবর পেল পরিবার

প্রকাশঃ নভেম্বর ১২, ২০২৫ সময়ঃ ৭:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টা করার সময় ভূমধ্যসাগরে মারা গেছেন মাদারীপুরের দুই ব্যক্তি। মৃতদের স্বজনরা জানিয়েছেন, তারা ২১ দিন আগে মারা গেছেন, কিন্তু খবর বুধবার রাতে পেয়েছেন।

মৃতরা হলেন মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চর বাজিতপুর এলাকার জাফর ব্যাপারী (৪০) ও সিরাজুল হাওলাদার (৩৫)। তারা ১ সেপ্টেম্বর বাড়ি ছাড়েন এবং স্থানীয় একটি দালালের মাধ্যমে ঢাকা থেকে সংযুক্ত আরব আমিরাত হয়ে লিবিয়ায় পৌঁছান। লিবিয়ার উপকূল থেকে ইতালি যাওয়ার উদ্দেশ্যে ১৪ অক্টোবর ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন জাফর, সিরাজুলসহ অর্ধশত ব্যক্তি। মাঝামাঝি সমুদ্রে তেল শেষ হওয়ায় নৌকাটি ভাসতে থাকে এবং ২১ অক্টোবর তীব্র ঠান্ডায় তারা মারা যান।

স্বজনদের অভিযোগ, লোকমান সরদার নামে একজন মানব পাচারকারী চক্রের সদস্য তাদের কাছ থেকে প্রতিটি পরিবার থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেন। তারা ছোট নৌকায় পাঠানো হয়েছিল এবং মৃত্যুর পর লোকমান গা ঢাকা দেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে লোকমান মুঠোফোনে বলেছেন, তিনি মানব পাচার চক্রের সঙ্গে জড়িত নন এবং দুই যুবকের মৃত্যুর কিছুই জানেন না।

জাফর ব্যাপারীর বাবা লাল মিয়া ব্যাপারী বলেন, “দালাল আমাদের ছেলেকে নিরাপদে ইতালি পৌঁছে দেওয়ার কথা বলেছিল, কিন্তু সমুদ্রে মৃত্যু হলো। আমরা তার দৃষ্টান্তমূলক বিচার চাই।” মৃতদের স্ত্রী ও সন্তানদের ভাগ্যও উদ্বেগজনক। জাফরের স্ত্রী বলেন, “আমার দুই মেয়ে নিয়ে কোথায় যাব, কীভাবে দেখাশোনা করব?” সিরাজুলের স্ত্রী জানান, “আমার ছোট ছেলেটি জানে না, তার বাবা আর বেঁচে নেই। দালালের কাছে ধার করে পাঠানো ১৫ লাখ টাকা এখনো আমাদের কাছে বিশাল বোঝা।”

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, পরিবার লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত দালালকে ধরতে অভিযান অব্যাহত আছে। তিনি সবাইকে মানব পাচারের বিষয়ে সচেতন হতে এবং দালালের ফাঁদে না পড়ার পরামর্শ দিয়েছেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G