ঢাকার বায়ুদূষণ অস্বাস্থ্যকর পর্যায়ে
প্রতিক্ষণ ডেস্ক
রাজধানী ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষক সংস্থা আইকিউএয়ারের সূচকে রোববার (১৬ নভেম্বর) সকাল ৮টা ৩৭ মিনিটে প্রকাশিত তথ্যে দেখা যায়, বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ।
দূষণের তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার বায়ুমান “বিপজ্জনক” হিসেবে চিহ্নিত হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা কলকাতার স্কোর ২১৪, যা “খুবই অস্বাস্থ্যকর”। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
ঢাকার বায়ুমান সূচক (AQI) ১৭৮ রেকর্ড করা হয়েছে, যা সরাসরি “অস্বাস্থ্যকর” শ্রেণিতে পড়ে। আগের দিন শনিবারও রাজধানীর বায়ুর মান একইভাবে নিম্নমানের ছিল।
বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ায় শীতের শুরুতে বায়ুদূষণের মাত্রা দ্রুত বেড়ে যায়। এর প্রধান কারণ শিল্পকারখানার ধোঁয়া, যানবাহনের নির্গমন, ইটভাটা এবং উন্মুক্ত নির্মাণকাজ। তাদের মতে, দূষণ নিয়ন্ত্রণে এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।














