ত্রয়োদশ সংসদ নির্বাচনে পুলিশ ও সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

প্রকাশঃ নভেম্বর ১৯, ২০২৫ সময়ঃ ৬:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫২ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার লক্ষ্যে সামরিক বাহিনী ও পুলিশ বাহিনীর সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বুধবার মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি কমপ্লেক্সে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) কোর্স ২০২৫-এর সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। তিনি বলেন, “এখন নির্বাচনের সময়। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। আমাদের সামরিক বাহিনী, পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা প্রয়োজন।”

প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, “অভ্যুত্থি থেকে নির্বাচনের পথটি একটি বড় প্রয়াস। এটি হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর, আনন্দ ও মিলনের সময়। মানুষ তাদের আশা ও আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারবে।”

এখনো নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও প্রশাসন ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। মাঠপ্রশাসনে রদবদল আনা হচ্ছে এবং পুলিশে বদলি ও পদায়ন কার্যক্রম চলমান। নির্বাচনের মাঠে দায়িত্ব পালন করবেন প্রায় দেড় লাখ পুলিশ সদস্য ছাড়াও সেনা, আনসার ও নির্বাচনি কর্মকর্তাসহ মোট ১৬ লাখ সদস্য। এরই মধ্যে পুলিশ সদস্যদের প্রশিক্ষণও শুরু হয়েছে।

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট থেকে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মাঠে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। সেনা কর্মকর্তাদের দেওয়া হয়েছে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, যা ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রযোজ্য। ফলে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হলে তারা নির্বাচনের মাঠেও এই ক্ষমতা প্রয়োগ করতে সক্ষম হবেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G