শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে: এনসিটিবি
দেশের সব শিক্ষার্থীর হাতে আগামী শিক্ষাবর্ষের শুরুতেই মানসম্মত বই পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, বিগত আলোচনায় উঠে আসা বিভিন্ন সমস্যার সমাধানে নেওয়া পদক্ষেপগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। মুদ্রণ প্রতিষ্ঠান মালিকদের দ্রুত বিল পরিশোধ, বই পরিবহনে নিরাপত্তা জোরদার, পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, সাপ্তাহিক ছুটির দিনেও মাঠপর্যায়ে বই সরবরাহের ব্যবস্থা রাখাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বই পাঠানোর আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করার বাধ্যবাধকতাও আলোচিত হয়।
মুদ্রণ প্রতিষ্ঠান মালিকরাও নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত বই সরবরাহে আশ্বস্ত করেছেন।
এনসিটিবি জানিয়েছে, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্পন্ন বই পৌঁছানো তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এজন্য বই মুদ্রণ, বাঁধাই ও বিতরণ প্রতিটি ধাপে কঠোর মনিটরিং চলছে। এনসিটিবির পাশাপাশি নিরপেক্ষ ইন্সপেকশন ফার্ম (পিডিআই) এবং শিক্ষা বিভাগের বিশেষ মনিটরিং টিম নিয়মিত তদারকি করছে।
২০২৬ শিক্ষাবর্ষের বই সময়মতো দিতে ইতোমধ্যে প্রেস মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে মুদ্রণ প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের অনুরোধ জানায়, যাতে বই বিতরণ আরও গতিশীল হয়।
গত ১৮ নভেম্বর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের এক হাজারেরও বেশি মাঠপর্যায়ের কর্মকর্তার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় শিক্ষা মন্ত্রণালয়, এনসিটিবি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও মুদ্রণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।










