ভিয়েতনামে টানা বৃষ্টি ও বন্যায় ৪১ জনের মৃত্যু
প্রতিক্ষণ ডেস্ক
ভিয়েতনামের মধ্যাঞ্চলে সপ্তাহজুড়ে টানা বৃষ্টি, বন্যা ও একাধিক ভূমিধসে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত নয়জন। পরিস্থিতির অবনতি হওয়ায় ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানায়, দুর্যোগে ৫২ হাজারের বেশি ঘরবাড়ি প্লাবিত হয়েছে। প্রায় পাঁচ লাখ পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন অবস্থায় কঠিন পরিস্থিতির মুখে পড়েছে। গত তিন দিনে বন্যার পানির উচ্চতা পাঁচ ফুট ছাড়িয়েছে; কিছু এলাকায় তা ১৯৯৩ সালের রেকর্ড ৫.২ মিটারকেও অতিক্রম করেছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় শহর হোই আন ও ন্যা ট্রাং। বন্যায় মধ্যাঞ্চলের উচ্চভূমির কফি আবাদি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসে প্রধান সড়কগুলো থমকে যাওয়ায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে। এএফপি জানিয়েছে, জনপ্রিয় পর্যটন শহর দা লাতে প্রবেশের গুরুত্বপূর্ণ সড়ক ‘মিমোসা পাস’-এর একটি অংশ ধসে যান চলাচল বন্ধ রয়েছে।
বন্যাকবলিত এলাকা থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হলেও অনেক উপকূলীয় অঞ্চলে পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ। সেনাবাহিনী ও পুলিশ আশ্রয়কেন্দ্র স্থাপন করে উদ্ধারকাজ চালাচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত রোববার পর্যন্ত মধ্যাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি বছর সুপার টাইফুন ‘কালমায়েগি’ ও ‘বুয়ালয়’-এর আঘাতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ভিয়েতনামের ক্ষতি দুই বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।










