দেশে বসেই কেনা যাবে বিদেশি রুটের বিমানের টিকিট

প্রকাশঃ নভেম্বর ২৩, ২০২৫ সময়ঃ ৮:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

বাংলাদেশি নাগরিকরা এখন থেকে দেশেই বসে আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বিদেশগামী বিমানের টিকিট কিনতে পারবেন। বুধবার এডি (অথরাইজড ডিলার) ব্যাংকগুলোকে এ বিষয়ে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকের সুবিধা ও টিকিটের প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, উপযুক্ত ভিসাধারী যাত্রীরা এয়ারলাইন্স থেকে সরাসরি আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন। সার্কুলারে আরও বলা হয়েছে, টিকিট বিক্রির অর্থ দেশের এডি ব্যাংকগুলোর মাধ্যমে নিষ্পত্তি হবে এবং তা আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থায় বৈদেশিক মুদ্রা আয় হিসেবে গণ্য হবে।

এর আগে আন্তর্জাতিক কার্ড কেবল বিদেশ ভ্রমণের সময় খরচের জন্য ব্যবহার করা যেত। দেশে ডিজিটাল পেমেন্ট সীমিত থাকায় অনেক যাত্রী প্রতিযোগিতামূলক মূল্যে টিকিট কেনার সুযোগ হারাতেন। নতুন নীতিমালা কার্যকর হলে সেই জটিলতা দূর হবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G