কেন সৌদি আরবকে ‘নন-ন্যাটো মেজর অ্যালাই’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

প্রকাশঃ নভেম্বর ২৩, ২০২৫ সময়ঃ ৯:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের পর দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতায় বড় পরিবর্তন এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে ‘নন-ন্যাটো মেজর অ্যালাই’ বা ন্যাটো জোটের বাইরে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে ঘোষণা করেছেন। এর ফলে দেশটি উন্নত মার্কিন সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম পেতে বিশেষ অগ্রাধিকার পাবে।

এ ঘোষণার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সৌদি আরবের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে—যা এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ পায়নি। নতুন মর্যাদা পেয়ে সৌদি আরব মার্কিন সামরিক প্রশিক্ষণ, যৌথ গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন, গোয়েন্দা তথ্য আদান–প্রদানসহ নানা ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা ভোগ করবে। পাশাপাশি সামরিক সহায়তা ও লজিস্টিক তহবিল পাওয়া আরও সহজ হবে।

সাবেক মার্কিন কর্মকর্তা আমোস হোচস্টেইন বলেছেন, উপসাগরীয় অঞ্চলের অন্যতম প্রভাবশালী দেশ হিসেবে সৌদি আরব যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সাবেক উপসহকারী প্রতিরক্ষাসচিব মাইক মিলরয়ের মতে, নন-ন্যাটো মেজর অ্যালাই মর্যাদা ও পারমাণবিক সহযোগিতা সৌদি আরবের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

দুই দিনের সফরে সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্রের সঙ্গে স্ট্র্যাটেজিক ডিফেন্স চুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বেসামরিক পারমাণবিক জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ ও ধাতু সরবরাহ–সংক্রান্ত একাধিক সমঝোতায় সই করেছেন।

সূত্র: আল অ্যারাবিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G