শুক্র–শনিবার সাপ্তাহিক ছুটি সহ ব্র্যাক এনজিওতে চাকরি

প্রথম প্রকাশঃ নভেম্বর ২৬, ২০২৫ সময়ঃ ৭:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ওয়াশ ও এইচসিএমপি বিভাগে ফিল্ড ফ্যাসিলিটেটর পদে নিয়োগ দিচ্ছে। গত ২৩ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, চলবে ২৭ নভেম্বর ২০২৫ পর্যন্ত। আবেদন করা যাবে অনলাইনে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ–সুবিধা পাবেন।

ব্র্যাকের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, পদটি চুক্তিভিত্তিক এবং কর্মস্থল কক্সবাজারের উখিয়ায়। নারী–পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। পাশাপাশি এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টে দক্ষতা থাকতে হবে।

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। পাশাপাশি থাকবে মোবাইল বিল, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবনবিমা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি, সাপ্তাহিক শুক্র–শনিবার ছুটি এবং ব্র্যাকের নীতিমালা অনুযায়ী আরও সুবিধা।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে অফিসিয়াল নোটিশে দেওয়া লিংকে ভিজিট করতে হবে। আবেদন গ্রহণের শেষ সময় ২৭ নভেম্বর ২০২৫।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G