লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশঃ নভেম্বর ২৭, ২০২৫ সময়ঃ ১২:১৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৯ পূর্বাহ্ণ

বছরের শেষ দিকে লম্বা শীতকালীন ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা বিশ্লেষণ করে জানা গেছে, কোথাও ১৫ দিন, কোথাও ১৬ দিনের ছুটি থাকবে। নতুন বছরের শুরুতে পুনরায় খুলবে সব প্রতিষ্ঠান।

প্রাথমিক বিদ্যালয়

১১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে শীতকালীন অবকাশ চলবে।
এর মধ্যে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করতে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিত থাকার নির্দেশনা আছে।
এ সময় ২১–২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা।

মাধ্যমিক বিদ্যালয়

মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি শুরু হবে ১৪ ডিসেম্বর এবং শেষ হবে ২৮ ডিসেম্বর।
ছুটি শেষে ২৮–৩১ ডিসেম্বর হবে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা।
১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে উপস্থিতির নির্দেশনা রয়েছে।

সরকারি-বেসরকারি কলেজ

১৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি থাকবে কলেজগুলোতে।
এর আগে ১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি পড়ায় কার্যত টানা ১৭ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
বিজয় দিবসে কলেজেও আনুষ্ঠানিকতা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

মাদরাসা ও কারিগরি শিক্ষা

কারিগরি ও মাদরাসা (স্বতন্ত্র, এবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল, কামিল) পর্যায়ের ছুটি শুরু হবে ১৪ ডিসেম্বর।
১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত দীর্ঘ ছুটি উপভোগ করবে শিক্ষার্থীরা।
মাদরাসা খুলবে ২৮ ডিসেম্বর। এ পর্যায়েও দুই স্তরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G