চার্জবিহীন মোবাইল ফোন: প্রযুক্তিতে নতুন সম্ভাবনার দিগন্ত

প্রকাশঃ ডিসেম্বর ২, ২০২৫ সময়ঃ ১১:১৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৯ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

মোবাইল ফোন আজ মানুষের দৈনন্দিন জীবনের অন্যতম অপরিহার্য সঙ্গী। তবে দ্রুত ব্যাটারি শেষ হয়ে যাওয়া এখনো বড় চ্যালেঞ্জ। এই সমস্যার সমাধান খুঁজতেই বিশ্বের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান উদ্ভাবন করছে এমন ব্যাটারি প্রযুক্তি, যা দীর্ঘ সময় চার্জ ছাড়াই ফোন চালু রাখবে।

বেটাভোল্টের পারমাণবিক ব্যাটারি

চীনের স্টার্টআপ বেটাভোল্ট টেকনোলজি উদ্ভাবন করেছে এমন একটি পারমাণবিক ব্যাটারি, যা একবার সক্রিয় করলে টানা ৫০ বছর পর্যন্ত চলতে পারে।
এই ব্যাটারিতে তেজস্ক্রিয় উপাদান নিকেল-৬৩ ব্যবহার করা হয়েছে, যা ক্ষয়ের সময় শক্তি উৎপন্ন করে। বিশেষ প্রযুক্তির মাধ্যমে সেই শক্তিকে বিদ্যুতে রূপান্তর করা হয়।

ব্যাটারিটির আকারও অত্যন্ত ছোট—মাত্র ১৫×১৫ মিলিমিটার এবং উচ্চতা ৫ মিলিমিটার, অর্থাৎ প্রায় একটি কয়েনের সমান।
২০২৫ সালের মধ্যে এর শক্তি বাড়িয়ে ১ ওয়াট পর্যন্ত উন্নীত করার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

ইনোভেটিভ পাওয়ার সলিউশন্সের থার্মাল পাওয়ার টেকনোলজি

যুক্তরাজ্যের ইনোভেটিভ পাওয়ার সলিউশন্স (IPS) মোবাইল ডিভাইসের জন্য চার্জবিহীন ব্যাটারি সিস্টেম তৈরির উদ্দেশ্যে কাজ করছে। তাদের উদ্ভাবিত প্রযুক্তি ডিভাইসের চারপাশের তাপমাত্রা থেকে শক্তি সংগ্রহ করে ব্যাটারিতে রূপান্তর করে।
এই পদ্ধতি ব্যাটারির চার্জের ওপর নির্ভরতা কমাবে—তবে এখনো এটি পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে এবং বাণিজ্যিক ব্যবহারের আগে আরও উন্নয়ন প্রয়োজন।

সম্ভাবনা ও সমাজে প্রভাব

চার্জবিহীন ব্যাটারি প্রযুক্তি বাস্তবায়িত হলে মোবাইল ফোন ব্যবহারে বড় পরিবর্তন আসবে।

  • ব্যাটারি নিয়ে উদ্বেগ কমবে
  • দীর্ঘ সময় ফোন ব্যবহার করা যাবে
  • টেলিকম ও প্রযুক্তি খাতে নতুন গতি যোগ হবে

বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী কয়েক বছরের মধ্যে এই প্রযুক্তি বাণিজ্যিক পর্যায়ে পৌঁছাতে পারে। সফল হলে এটি মোবাইল যোগাযোগে এক নতুন যুগের সূচনা করবে।

চার্জবিহীন মোবাইল ফোন এখনো স্বপ্নের মতো মনে হলেও প্রযুক্তিগত অগ্রগতির বর্তমান গতিতে এটি খুব শিগগিরই বাস্তবতা হয়ে উঠতে পারে—আর বদলে দিতে পারে আমাদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G