দেশে ফিরছেন তারেক রহমান
বাংলাদেশের রাজনীতিতে বড় ঝড়—তারেক রহমান অবশেষে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন!
মা বেগম খালেদা জিয়ার অবস্থা আশংকাজনক। সরকারীভাবে তাঁকে দেওয়া হয়েছে VVIP মর্যাদা। অর্থাৎ বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি; যা মূলত প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টরা পেয়ে থাকে। এছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য নিয়োগ দেওয়া হয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ।
এই পরিস্থিতিতে লন্ডন থেকে তারেক রহমান জানান,‘আমি খুব শিগগিরই দেশে ফিরছি’। দেশজুড়ে এখন একটাই প্রশ্ন,মায়ের মতো কি তিনিও দেশে ফিরে একই সুবিধা ও নিরাপত্তা পাবেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,‘এটা পুরোপুরি সরকারের সিদ্ধান্তেরওপর নির্ভর করছে’।
কিন্তু একটা কথা নিশ্চিত—তারেক রহমানের এই সিদ্ধান্তে দেশের রাজনীতির মাঠ আবারও সরগরম হতে চলেছে। এখন দেখা যাক সামনে কী হয়।
প্রতিক্ষণ/এডি/শাআ











