টানা ২৯ ঘণ্টার যাত্রা: বিশ্বের দীর্ঘতম ফ্লাইট চালু
বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইট চালু করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইনস। চীনের সাংহাই থেকে আর্জেন্টিনার বুয়েনোস এইরেস পর্যন্ত এই ফ্লাইটে আকাশে থাকতে হয়েছে টানা প্রায় ২৯ ঘণ্টা।
প্রায় ২০ হাজার কিলোমিটার দীর্ঘ এই রুটে বোয়িং ৭৭৭-৩০০ইআর মডেলের বিমানটি যাত্রা শুরু করে ৪ ডিসেম্বর রাতে। মাঝপথে জ্বালানি ও ক্রু পরিবর্তনের জন্য অকল্যান্ডে স্বল্প বিরতি নিয়ে নির্ধারিত সময়ের আগেই বুয়েনোস এইরেসের ইজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যায় ফ্লাইটটি।
যদিও মাঝপথে বিরতির কারণে এটি ‘নন-স্টপ’ ফ্লাইটের রেকর্ড পায়নি, তবে মোট যাত্রা সময়ের হিসাবে এটিই এখন বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক বিমান রুট। বিশেষ করে ফিরতি পথে সময় আরও বেশি লাগায় নতুন এই রেকর্ড তৈরি হয়েছে।
চায়না ইস্টার্ন এয়ারলাইনস জানিয়েছে, এই রুটের মাধ্যমে সাংহাই ও দক্ষিণ আমেরিকার মধ্যে দীর্ঘদিনের সরাসরি ফ্লাইটের ঘাটতি পূরণ হলো। একই সঙ্গে প্রশান্ত মহাসাগরের দুই প্রান্তকে যুক্ত করে তিন মহাদেশের মধ্যে আকাশপথে যোগাযোগে নতুন অধ্যায় যোগ হলো।
এর আগে বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের রেকর্ড ছিল সিঙ্গাপুর এয়ারলাইনসের নিউইয়র্ক–সিঙ্গাপুর ১৯ ঘণ্টার নন-স্টপ ফ্লাইটের দখলে।
প্রতি/এডি/শাআ











