ছাগলের ভয়ে পালালো ষাঁড়! কি শুনে অবাক হলেন নাকি? অবাক হলেও সত্যি যে, সম্প্রতি ক্ষুদে একটি ছাগল আস্ত ষাড়ের সঙ্গে গুতোগুতি করার দৃশ্য ভার্চুয়াল জগতে ব্যপক আলোচিত হয়। ছাগলের সাহসিকতায় মুগ্ধ এক দর্শক লিখেছেন,‘আসলে আকার কোনো ব্যাপার না-লড়াইয়ে টিকে থাকার মনোভাবটাই হচ্ছে আসল কথা।’ আর একজন মজা করে লিখেছেন, ‘এই সহিংসতা কিছুতেই মেনে নেয়া যায়নি।
..বিস্তারিত