লিবিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আইএসের প্রধান নিহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। শুক্রবার আবু নাবিল নামে আইএসের সেই প্রধানকে লক্ষ্য করে লিবিয়ার দের্না শহরে হামলা করা হয় বলে গণমাধ্যমকে জানানো হয়েছে। আবু নাবিল ওরফে উইসাম নাজম আব্দ জায়েদ আল জুবায়েদি এক সময় সক্রিয় আলকায়েদা নেতা ছিল। পরে তাকে লিবিয়ায় আইএসের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। এই
..বিস্তারিত