আয়নাতে ঐ মুখ দেখবে যখন

প্রথম প্রকাশঃ নভেম্বর ১০, ২০১৫ সময়ঃ ১২:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০২ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ayna 2“আয়নাতে ঐ মুখ দেখবে যখন, কপলের কালো তিল পরবে চোখে”- চির সবুজ এই গানটির সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। কিন্তু মজার বিষয় সেই আয়নাটাই যদি পরিষাকার না হয় তবে কি কপলের কালো তিলটি চোখে পরবে। কাজেই কপলের কালো তিল দেখতে হলে অবশ্যই আয়নাকে রাখতে হবে পরিষ্কার আর তাই আজ পাঠকদের জন্য থাকছে ঘরোয়া উপায়ে আয়না পরিষ্কারের কিছু টিপস।

জেনে নিন কিছু ঘরোয়া পদ্ধতি যা দ্বারা নিমিষেই সেরে নিতে পারেন আপনার আয়নার দাগের ঝামেলাayna

শেভিং ক্রিমঃ আয়নার উপর শেভিং ফোম মেখে কিছুক্ষণ রেখে দিয়ে একটু পর ধুয়ে ফেলুন সব দাগ চলে যাবে। খেয়াল রাখবেন যেন বেশি সময় ধরে ফোম আয়নায় না থাকে তাহলে উল্টো দাগ পড়ে যাবে।

ডিস্টিল অয়াটারঃ ডিস্টিল্ড ওয়াটার খুব সহজেই আয়নার দাগ দূর করে ফেলতে পারে ও চকচকে করে তোলে।

ভিনেগারঃ একটি পরিষ্কার নরম কাপড়ে একটু পানি ও ভিনেগার নিয়ে তা দিয়ে মুছে আয়নার ময়লা তুলে ফেলা যায়।

সংবাদপত্রঃ পুরাতন সংবাদপত্র পানিতে ভিজিয়ে নরম করে রাখুন। কিছু সময় পর তা দিয়ে আয়নার দাগ মুছুন,দেখবেন সুন্দর ভাবে সব দাগ চলে গেছে। এবার অন্য একটি কাপড় দিয়ে আবার মুছে নিন।

বেকিং সোডাঃ স্ক্র্যাবারে এক চিমটি বেকিং সোডা নিয়ে আয়নায় ঘষুন। অতঃপর পানিতে ভেজা কাপড় দিয়ে মুছে নিলেই ঝকঝকে আয়না।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G