ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের জাতীয় শিশু দিবস উদযাপন

প্রকাশঃ মার্চ ২১, ২০১৭ সময়ঃ ১১:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৬ অপরাহ্ণ

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

১৭ মার্চ শুক্রবার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, ইসলামী ব্যাংকের পরিচালক ও আইবিএফ কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান ও প্রফেসর ড. মোঃ সিরাজুল করিম, আইবিএফ নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নজিবর রহমানসহ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ।

বিকেলে মিরপুর কনভেনশন সেন্টারে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোচনা সভা, দোয়া মাহফিল, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইবিএফ চেয়ারম্যান সৈয়দ মনজুরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। আইবিএফ ভাইস চেয়ারম্যান সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আইবিএফ কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান। জাতির জনক ও তাঁর পরিবারের সদস্যদের মাগফিরাত ও কল্যাণ কামনায় দোয়া-মুনাজাত পরিচালনা করেন জাতীয় খতিব কউন্সিলের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জহিরুল ইসলাম মিঞা।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G