উটের রেসলিং ও সুন্দরী প্রতিযোগিতা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৭ সময়ঃ ৮:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

camel 02প্রতি বছর তুরস্কের ইজমির শহরে আয়োজন করা হয় সেলসুক এফেসাস ক্যামেল রেসলিং ফেস্টিভালের। এই প্রতিযোগিতায় ১০০টিরও বেশি উট অংশ নিয়ে থাকে। লড়াইয়ের শুরুতে দুটি উট মুখোমুখি হয়। এই সময় উটের তত্ত্বাবধায়করা আশপাশেই থাকেন। যদি এই লড়াই খারাপ দিকে মোড় নেয, সঙ্গে সঙ্গে তারা উট দুটিকে আলাদা করে দেন।

সাধারণত ১০ মিনিট পর্যন্ত চলতে থাকে উটের এই লড়াই । যে উটটি মাটিতে পড়ে যায় অথবা পালিয়ে যায় সেটিকে পরাজিত উট হিসেবে বিবেচনা করা হয়।

এছাড়া উৎসবে উটের প্যারেড ও সুন্দরী প্রতিযোগিতাও হয়ে থাকে। প্রতিযোগিতার জন্য উটগুলোকে বিশেষ প্রজনন এবং ট্রেনিং দেওয়া হয়।

২ হাজার ৪০০ বছর আগে নোমাডিক তুর্কি উপজাতিদের দ্বারা উটের এই রেসলিংয়ের সূচনা হয়েছিল। উৎসবে দর্শক সংখ্যাও কিন্তু নেহাত কম নয়। ২০ হাজারেরও বেশি দর্শক উটের এই রেসলিং প্রতিযোগিতা উপভোগ করে থাকেন।

 

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G