রাত ৮টা বাঁজতে খানিকটা দেরি আছে, বাংলাদেশের তখন ১ রান দরকার ডিসেম্বর মাসের বিজয়ের আনন্দ করতে। মেহেদী হাসান মিরাজ বলে ব্যাট চালালেন, ক্রিজে পেরিয়ে সোজা ড্রেসিং রুমের সামনে বীরের বেশে ব্যাট উচিয়ে চিৎকারই বলে দিচ্ছিল মিরাজ ইতিহাস রচনা করেছেন। ভারতকে ১ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ জয়টা যেন ডিসেম্বরের বিজয়ের উল্লাস। জেতা ম্যাচ হারের সীমানায়! ৬ ..বিস্তারিত