জনবল ছাঁটাই করছে বিবিসি

প্রকাশঃ জুলাই ৩, ২০১৫ সময়ঃ ৯:২৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

_48037478_worldnews512এক হাজার জনবল ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিবিসি কর্তৃপক্ষ।জানায় ব্রিটেনে লাইসেন্স ফি ঘাটতির কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায়  বিবিসি।

টেলিভিশন লাইসেন্স ফি থেকে বিবিসি এখন যে অর্থ পায় সেটির পরিমাণ ২০ কোটি ডলারের বেশি ঘাটতির আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি। কারণ ব্রিটেনে বাড়িতে টেলিভিশন সেট রাখার সংখ্যা এখন কমে আসায় টেলিভিশন লাইসেন্স ফি থেকে উপার্জন কমছে। তথ্য ও বিনোদনের জন্য এখন অনলাইন এবং মোবাইল ফোনের উপর মানুষ বেশি নির্ভরশীল।

বিবিসির মহাপরিচালক টনি হল এক ঘোষণায় বলেন,আর্থিক সংকটের কারণে বিবিসিকে এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।এই জনবল কমানোর মাধ্যমে বিবিসি বছরে ৫০ মিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে পারবে।

তিনি জানান, ২০১১ সালে যা ধারণা করা হয়েছিল তার চেয়ে এখন ১০ লাখ টেলিভিশন সেট কম। ফলে টেলিভিশন থেকে প্রাপ্ত লাইসেন্স ফি কমে গেছে।

তিনি আরো জানান, বিবিসিতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া খুব জটিল হয়ে পড়েছিল কারণ অনেক নতুন সার্ভিস অন্তর্ভূক্ত করা হয়েছিল। নতুনভাবে জনবল ছাঁটাইয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করার যে প্রক্রিয়া সেটি আরো সহজ হবে। কারণ ব্যবস্থাপনার বিষয়টি দশস্তর থেকে কমিয়ে সাতটি স্তর করা হবে। এর পাশাপাশি বিবিসির বিভিন্ন অনুষ্ঠানকে একত্রীকরণের মাধ্যমেও জনবল কমানো হবে। এছাড়া বেশ কিছু সিনিয়র পদও কমিয়ে আনা হবে।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G