সব সাংবাদিক নির্যাতনের বিচার দাবিতে সিএমইউজে’র সমাবেশ

প্রকাশঃ নভেম্বর ১, ২০২৫ সময়ঃ ৯:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

সাংবাদিক সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার, নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং দশম ওয়েজবোর্ড ঘোষণাসহ ২১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)।

শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন সাংবাদিকরা নিপীড়ন-নির্যাতনের শিকার হলেও বিচার হয়নি। অন্যায়ভাবে চাকরিচ্যুতদের এক মাসের মধ্যে পুনর্বহালের আল্টিমেটাম দেন তারা।

বক্তারা অভিযোগ করেন, সাগর-রুনি হত্যার বিচার না হওয়া রাষ্ট্রের ব্যর্থতা; ১২১ বার তদন্ত প্রতিবেদন পেছানো হয়েছে। তারা বলেন, নবম ওয়েজবোর্ড এখনও কার্যকর না হওয়া চরম বৈষম্য; সাংবাদিকদের অধিকার হরণ করা হলে আন্দোলন আরও কঠোর হবে।

সিএমইউজের সহ-সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাহিদুল করিম কচি, সালেহ নোমান, গোলাম মওলা মুরাদসহ সংগঠনের নেতারা।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G