আপনি দেশের নেতা হতে এসেছেন, নাকি সিইও?

প্রকাশঃ ডিসেম্বর ২৬, ২০২৫ সময়ঃ ১১:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০১ অপরাহ্ণ

দেশ তো চলবে জন সম্মতিতে। কারো ব্যক্তিগত এমনকি দলের পরিকল্পনায় না। উনার প্ল্যানে আমাদের হ্যা বলতে হবে কেন?
উনি কেন মনে করলেন উনি প্ল্যান দেবেন আর দেশের মানুষ সেটা মেনে নেবে?

একজন দেশের ভবিষ্যৎ দেশের নেতা যদি বলে: “I have a plan” — সেটা ভয়ংকর। এটা আমলার ভাষা, নেতার নয়।
এর ভেতরের সাবটেক্সট হলো—
আমি জানি, আপনারা জানেন না। আমি হিসাব করেছি, আপনার কাজ হলো মেনে নেওয়া। তারেক রহমানের এই ভাষায় গণমানুষ নেই।

একজন নেতা তখনই এই ভাষায় কথা বলে, যখন সে জনগণকে সহযাত্রী না মনে করে ক্লায়েন্ট বলে মনে করে। “আই হ্যাভ এ প্ল্যান”
মানে-আমাকে বিশ্বাস করো, তোমাদের দরকার নেই। আমরা তো কোন নেতার ক্লায়েন্ট নই। আমরা ভিশন চাই, প্ল্যান নয়।

রাষ্ট্রের প্রধান নির্বাহী মানে প্রধান আমলা না, প্ল্যানিং এর কাজ বুরোক্রেসি আর স্টেট মেশিনারির।

দেশের প্রধান নির্বাহীর মূল কাজ পলিটিক্যাল ভিশন দেওয়া ও নেতৃত্ব দেওয়া, রাষ্ট্রের চিফ ম্যানেজার হওয়া না।
যে নেতা বলে “I have a plan” — সে আসলে শাসন করতে চায়। যদি উনি বলতেন, “I have a vision” — তাইলে বুঝতাম তিনি নেতৃত্ব দিতে চান।

বি:দ্র: লেখাটি হুবহু অনলাইন এ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্যের ইউটিউব পোস্ট থেকে নেওয়া হয়েছে। 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G