ডিএসইসির নতুন সভাপতি সোমা, সম্পাদক আজাদ

প্রকাশঃ জুন ১৬, ২০১৫ সময়ঃ ১২:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Soma_Azadঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইলি অবজারভার পত্রিকার নাছিমা আক্তার সোমা এবং সাধারণ সম্পাদক আজকের পত্রিকার আবুল কালাম আজাদ।জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সোমবার দুপুর ১টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি পদে সোমা পান ২৬৪ ভোট এবং সাধারণ সম্পাদক পদে আজাদ পান ২৪৪ ভোট। সোমার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দৈনিক ইত্তেফাকের আব্দুল বারী। তিনি পেয়েছেন ২২৫ ভোট। আজাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দৈনিক নয়া দিগন্তের আমির হামজা। তার প্রাপ্ত ভোট ২১১।

ডিএসইসি নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হচ্ছেন সহ-সভাপতি কেএম শহীদুল হক (বাসস), যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক (বৈশাখী টিভি), কোষাধ্যক্ষ একেএম ওবায়দুর রহমান (জনকণ্ঠ), সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ইমন (সমকাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফা সুলতানা (সকালের খবর), দফতর সম্পাদক আবু কাউছার খোকন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম (নয়াদিগন্ত), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক অলক বিশ্বাস (ইত্তেফাক)।

কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন দীপক ভৌমিক, নাসির উদ্দিন বুলবুল, আনজুমান আরা শিল্পী, আরিফ আবেদীন জিসান, আলম হোসেন, ইদ্রিস মাদ্রাজি, দিলরুবা খান, বিপ্লব কুমার পাল, মোমেনা আক্তার পপি, লাবিব রহমান ও সিদ্ধার্থ শঙ্কর ধর।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G