তিন দলকে নিবন্ধন দিচ্ছে ইসি

প্রকাশঃ নভেম্বর ৪, ২০২৫ সময়ঃ ৬:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাসী) এবং বাংলাদেশ আমজনগণ পার্টিকে নতুনভাবে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবে আগামীকাল বুধবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেখানে উত্থাপিত দাবি–আপত্তি আগামী ১২ নভেম্বর পর্যন্ত জানানো যাবে। এসব নিষ্পত্তি শেষে চূড়ান্ত নিবন্ধনের সনদ দেওয়া হবে সংশ্লিষ্ট দলগুলোকে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর প্রাথমিকভাবে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধনযোগ্য বলে চিহ্নিত করে ইসি। তবে জাতীয় লীগের ধারাবাহিক রাজনৈতিক কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠলে পুনঃতদন্তে দলটির যথাযথ রাজনৈতিক উপস্থিতি ও নির্বাচন অংশগ্রহণের প্রমাণ না পাওয়ায় সেটি নিবন্ধন পাচ্ছে না বলে জানান ইসি সচিব।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করে অংশ নিতে হলে ইসিতে নিবন্ধন বাধ্যতামূলক। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৩টি। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে।

এবার দল নিবন্ধনের জন্য ইসিতে মোট ১৪৩টি রাজনৈতিক দল আবেদন করেছিল। প্রাথমিক যাচাই–বাছাইয়ে বাদ পড়ে ১২১টি আবেদন। পরে ২২টি দলের বিষয়ে সরেজমিন তদন্ত শেষে তিনটি দলকেই নিবন্ধন দেওয়ার পথে রয়েছে কমিশন।

এ ছাড়া আদালতের নির্দেশনার ভিত্তিতে বাংলাদেশ নেজামে ইসলামী পার্টিকে নিবন্ধন দিতে ইসি অপেক্ষমাণ রয়েছে আদালতের আদেশের কপি পাওয়ার।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

November 2025
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
20G