মাত্র চার দিনে ক্যান্সার থেকে ‍মুক্তি!

প্রকাশঃ জুন ২৪, ২০১৫ সময়ঃ ৭:২১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২২ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

cansar1ক্যান্সার মানেই দুরারোগ্য ব্যাধি!ক্যান্সারের মরণ থাবা থেকে নিজেকে মুক্ত করতে মানুষের চেষ্টার কোন অন্ত নেই। এই দুরারোগ্য ব্যাধির সমাধানের জন্য বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন দিনের পর দিন। রেডিওথেরাপি, কেমোথেরাপি- কত কিছুরই না আয়োজন এই রোগ থেকে মুক্তি পেতে। তারপরেও এখন পর্যন্ত তেমন কোন ফল পাওয়া যায়নি। তবে এবার আশার আলো দেখালেন নিউইয়র্কের কর্নেল মেডিকেল কলেজের বিজ্ঞানী স্কট লো।তিনি দাবি করেছেন, আর কিছুদিন পর মাত্র চারদিনেই ক্যান্সার নিরাময় সম্ভব হবে!

সম্প্রতি ‘সেল’ পত্রিকায় প্রকাশিত গবেষণাপত্র থেকে জানা যায়, টিউমার বেড়ে ওঠা ঠেকানোর জিনকে উন্নত করে তার সাহায্যে টিউমার সম্পূর্ন নিশ্চিহ্ন করার পদ্ধতি আবিষ্কার করা গিয়েছে।শুধু তাই নয়, এর জেরে ভবিষ্যতে ক্যান্সারের কার্যকরী চিকিৎসা উদ্ভাবন করাও সম্ভব।

প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত ওষুধে বেশির ভাগ ক্যান্সার আক্রান্ত কোষগুলিকে মেরে ফেলা হয়।তাতে কাজ দিলেও অনেক সময় কয়েক সাপ্তাহ পরে ফের শরীরের ওই অংশে টিউমার জন্মাতে পারে।এছাড়া ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও হয় চরম কষ্টকর।

অধ্যাপক স্কট ল ও তার দল Adenomatous PolyPosis Coli (APC) নামে একটি জিনের বিবর্তন ঘটিয়ে তার সাহায্যে কোলোরেক্টাল টিউমার ৯০ শতাংশ নির্মূল করতে সফল হয়েছে।আপাতত ইঁদুরের উপর এই পদ্ধতি প্রয়োগে সুফল মিলেছে বলে জানা গিয়েছে।

গবেষকদের দাবি, APC এর মাত্রা বাড়িয়ে মাত্র ৪ দিনের মধ্যে ইঁদুরের শরীর থেকে টিউমার নিশ্চিহ্ন হয়ে অন্ত্রের স্বাভাবিক কার্যক্ষমতা ফিরিয়ে দেওয়া গিয়েছে। তারা জানিয়েছেন,দুই সাপ্তাহের মধ্যে মুষিকের অন্ত্র থেকে সমস্ত টিউমার বাদ দেওয়া গিয়েছে এবং ৬ মাস পরেও ক্যান্সার প্রত্যাবর্তনের স্মভাবনা দেখা দেয়নি। এই পদ্ধতি আরও উন্নত করে এবার মানবদেহের ক্যান্সার চিকিৎসায় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাতে চান গবেষকরা।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G