রংয়ের সমাহার ইউহুয়া হ্রদ!!

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৬ সময়ঃ ৯:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৯ অপরাহ্ণ

সিফাত তন্ময়

Yuhua-Cave1ইউহুয়া হ্রদ। চীনে একাধিক হ্রদের সমাহার এই হৃদটি চীনের জিওয়াইগন ন্যাশনাল র্পাকে অবস্থিত এই হৃদটি পরিচিত পাঁচ ফুলের হ্রদ হিসেবে।হৃদটি মানুষের মনকে মুগ্ধ করবে অস্বাভাবিক রংয়ের খেলায়।এটি  ক্ষণে বদলায় পানির রং যা অভূতপূর্ব এক বিরল দৃশ্য । হ্রদের পুরো এলাকাটি বিভিন্ন প্রাচীন গাছের গুড়িতে ছেয়ে রয়েছে । Yuhua-Cave2এর পানিতে র্সূযালোক পড়া মাত্রই শুরু হয় রংয়ের খেলা । প্রচলিত আছে, এই বিভিন্ন রংয়ের হ্রদটি তৈরী হয়েছে যখন একজন দেবী তার প্রেমিকের দেয়া আয়নাটি ছুড়ে ফেলে দিয়েছিল । ওই আয়নাটি ভেঙ্গে ১০৮ টুকরা হয়ে ১০৮ রংয়ের এই হ্রদটি তৈরী হয়েছে । একেক দৃষ্টিকোণ থেকে দেখলে হৃদটির পানির রং একেক রকম দেখায় ।

Yuhua-Cave3

উপর থেকে দেখলে পানি নীল মনে হবে কখনো ভেসে উঠবে গাঢ় সবুজ রং। সমতল থেকে দেখলে কখনো মনে হবে হলুদ ও কমলা।

বিশ্বের ভ্রমণপিপাসু দর্শণার্থীদের কাছে এই হ্রদটি একটি আকর্ষণীয় স্থান। যার টানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইউহুয়া হ্রদে ছুটে আসছে পর্যটকরা।

ছবি : সংগ্রহ

 

প্রতিক্ষণ/এডি/এস. টি.

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G