সাংবাদিক হাবিবুর রহমান আর নেই

প্রকাশঃ জুন ১৪, ২০১৫ সময়ঃ ৯:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

belalপিআইবি’র চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হাবিবুর রহমান মিলন আর নেই।

রোববার ভোর ৪টার দিকে ৭৮ বছর বয়সে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কিডনি ও ফুসফুসের জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

রোববার দুপুর ২টার দিকে পিআইবিতে এবং আড়াইটার দিকে দৈনিক ইত্তেফাক কার্যালয়ে নেওয়া হয়। বাদ আসর পুরান ঢাকার বকশীবাজার মসজিদে তার প্রথম জানাজা শেষে সোমবার বাদ আসরে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি হাবিবুর রহমান মিলন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ১৯৬৩ সালে দৈনিক সংবাদে যোগ দেওয়ার মধ্য দিয়ে তার সাংবাদিকতা জীবনের শুরু।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গভীর শোক প্রকাশ করেছেন।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G