স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৬৬ টাকা

প্রকাশঃ মে ৭, ২০১৭ সময়ঃ ৮:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১১ অপরাহ্ণ

দুই মাসের ব্যবধানে এবার ভরিপ্রতি ৮১৬ টাকা থেকে এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমেছে স্বর্ণের দাম। ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৪৫ হাজার ৮৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জানিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয়েছে বলে দাবি বাজুসের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার থেকে প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ৪৩ হাজার ৮৫৬ টাকা এবং ১৮ ক্যারেটের সোনা ৩৮ হাজার ৬৬৬ টাকায় বিক্রি হবে।

রোববার পর্যন্ত প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ৪৪ হাজার ৯৬৫ টাকায় এবং ১৮ ক্যারেটের সোনা ৩৯ হাজার ৪৮৩ টাকায় বিক্রি হচ্ছিল। আর সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ২৪ হাজার ৮৪৪ টাকায়, যা এর আগে ছিল ২৫ হাজার ৬৬০ টাকা।

স্বর্ণের সঙ্গে রুপার দরও ভরিতে কমেছে ৫৮ টাকা। সোমবার থেকে প্রতি ভরি রুপা এক হাজার ৫০ টাকায় বিক্রি হবে। রোববার পর্যন্ত প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছিল এক হাজার ১০৮ টাকায়।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G