এবার বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় সুখবর

প্রকাশঃ নভেম্বর ৩০, ২০২৫ সময়ঃ ১১:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০১ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

মালয়েশিয়ার শিল্পখাতে শ্রমিক সংকট মোকাবিলায় দেশটির সরকার নতুন করে বৈধ প্রক্রিয়ায় বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে। বুধবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এ সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করে জানায়, এবার থেকে নিয়োগ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা, নিয়ম-নীতির কঠোর অনুসরণ এবং বিদেশি শ্রমিকদের অধিকার সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হবে।

৮ খাতে বিদেশি শ্রমিক নিয়োগ

মালয়েশিয়া সাতটি প্রধান খাত ও একটি বিশেষ বিভাগে বিদেশি কর্মী নেওয়ার অনুমতি দিয়েছে। খাতগুলো হলো—
নির্মাণ, পরিষেবা, কৃষি, বৃক্ষরোপণ, উৎপাদন, খনন ও কোয়ারিং এবং নিরাপত্তা নিয়ন্ত্রণ।
বিশেষ বিভাগ: বিদেশি গৃহকর্মী।

১৫টি দেশ থেকে কর্মী নেওয়ার অনুমোদন

বিদেশি শ্রমিক নেওয়ার জন্য মোট ১৫টি দেশকে অনুমোদন দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে—বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, লাওস, মায়ানমার, নেপাল, পাকিস্তান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, তুর্কমেনিস্তান, ফিলিপাইন, উজবেকিস্তান ও ভিয়েতনাম।

গৃহকর্মী আসবে ৯ দেশ থেকে

বিদেশি গৃহকর্মী নিয়োগে আলাদা তালিকা করা হয়েছে। এ ক্ষেত্রে অনুমোদন পাওয়া দেশগুলো হলো—কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, নেপাল, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

স্বচ্ছতা ও সুরক্ষায় জোর

অভিবাসন বিভাগ জানায়, নতুন নীতির মূল লক্ষ্য হলো—

  • বিদেশি কর্মীদের যেকোনো বৈষম্য বা অনিয়ম থেকে সুরক্ষা প্রদান
  • কর্মী ও নিয়োগকর্তা উভয়ের অধিকার নিশ্চিত করতে স্পষ্ট আইন প্রয়োগ
  • অনুমোদিত কর্মীদের সম্পূর্ণ বৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ নিশ্চিত করা
  • সব অভিবাসন ও কর্মসংস্থানসংক্রান্ত নিয়ম সঠিকভাবে অনুসরণ করা

এই ঘোষণার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিয়মবদ্ধ ও মানবিক করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে মালয়েশিয়া সরকার। শিগগিরই এর সুফল পাবেন বিদেশগামী কর্মীরা, বিশেষ করে বাংলাদেশি শ্রমিকরা।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G