হাস্যরস: দাম্পত্য জীবনে সুখী হওয়ার সিক্রেট

প্রকাশঃ আগস্ট ২১, ২০২১ সময়ঃ ৯:১২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১২ পূর্বাহ্ণ

একদিন এক ভদ্রলোক তার অফিসের এক সহকর্মীকে জিজ্ঞেস করলেন,
-আচ্ছা, আপনার সুখী দাম্পত্য জীবনের রহস্যটা কি, তা একটু বলবেন ?
সহকর্মী উত্তরে বললেন,
– সংসারের দায়িত্বটা শ্রদ্ধা আর ভালবাসার মাধ্যমে স্বামী-স্ত্রী দুজনে শেয়ার করলে আর কোনো সমস্যা থাকে না ।
ভদ্রলোকটি বললেন,
– আপনি ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন ?
সহকর্মী:
– যেমন আমাদের সংসারে সব বড় বড় ব্যাপারে আমি সিদ্ধান্ত নিই, আর সব ছোট-খাটো ব্যাপারে সিদ্ধান্ত নেয় আমার স্ত্রী ।
আমরা কেউ কারো সিদ্ধান্তে নাক গলাইনা।
ভদ্রলোক :
– আমি আপনার কথা সঠিক বুঝতে পারছি না, দয়া করে একটু উদাহরণ দিয়ে বলুন না।
সহকর্মী :
-ছোট -খাটো বিষয় যেমন, কোন গাড়িটা কিনব, কত টাকা সঞ্চয় করব, সুপার মার্কেট-এ কখন যাব, ছুটিতে কখন ও কোথায় বেড়াতে যাব, কি রকমের সোফা, ফ্রিজ, এয়ার কন্ডিশনার কিনব, মাসের খরচ, কাজের লোক রাখব কি না ইত্যাদি ছোট -খাটো ব্যাপারে আমার স্ত্রী সিদ্ধান্ত নেন, আমি শুধু তাতে আমার সমর্থন জানিয়ে দিই।
ভদ্রলোক জিজ্ঞেস করলেন, ” তাহলে সংসারে আপনার ভূমিকা টা আসলে কি?!!! “
সহকর্মী :
– আমার সিদ্ধান্ত থাকে সব বড় বড় ব্যাপারে । যেমন, আমেরিকার ইরানকে আক্রমন করা উচিত কিনা, তেলেঙ্গানা নামে আলাদা রাজ্য সৃষ্টি হওয়া উচিত কিনা, ভারতে বিজেপি শাসন কতটুকু ফলপ্রসু হবে, ব্রাজিল ফুটবল দলের কোচ কাকে বানানো উচিত, বাংলাদেশ ক্রিকেট দলে কোন কোন প্লিয়ারকে রাখা উচিত ইত্যাদি, ইত্যাদি।
এবং আমার স্ত্রী আমার এসব সিদ্ধান্তে কোনদিন মাথা গলায়না।
প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G