৩দিন সাধারণের প্রবেশ নিষেধ সোহরাওয়ার্দী উদ‌্যানে

প্রকাশঃ অক্টোবর ২০, ২০১৬ সময়ঃ ৩:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩২ অপরাহ্ণ

parkআগামীকাল শুক্রবার থেকে তিনদিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ‌্যানে সাধারণের প্রবেশ বন্ধ রেখেছে পুলিশ ২২ ও ২৩ অক্টোবর ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলন কেন্দ্র করে।

মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, সম্মেলনের দুই দিন সোহরাওয়ার্দী উদ‌্যানের সামনের প্রধান সড়কে যান চলাচল বন্ধ থাকবে, নিয়ন্ত্রণ করা হবে ঢাকার আরো বেশ কয়েকটি সড়কে যান চলাচল। সম্মেলনে নিরাপত্তা ব‌্যবস্থার অংশ হিসেবে এসব ব‌্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এছাড়া সম্মেলনের দুই দিন ঢাকায় গাড়ি চলাচলে ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, সকাল ৮টা থেকে বিজয় সরণি হয়ে ভিআইপি রোডের সব গাড়ি রূপসী বাংলা-শাহবাগ-টিএসসি হয়ে ডানে মোড় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে।

সকাল ৮টা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যানে না পৌঁছানো পর্যন্ত ভিআইপি রোডে (হেয়ার রোড-রূপসী বাংলা-সোনারগাঁও-বিজয় সরণি) গাড়ি প্রবেশ করবে না।

উত্তরা হয়ে মহাখালী ফ্লাইওভারের গাড়িগুলো মহাখালী ফ্লাইওভারের নিচে অর্থাৎ মহাখালী টার্মিনাল-মগবাজার-কাকরাইল চার্চ-রাজমনি ক্রসিং-নাইটিংগেল-ইউবিএল-জিরোপয়েন্ট-আবদুল গনি রোড- হাই কোর্ট ক্রসিং-দোয়েল চত্বর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকবে।

প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের পর ভিআইপি রোড স্বাভাবিক থাকবে। তবে প্রধানমন্ত্রীর সম্মেলনস্থল ত‌্যাগের প্রায় দুই ঘণ্টা আগে মৎস্যভবন, কাকরাইল চার্চ থেকে বিজয় সরণি পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে। এ সময় কদমফোয়ারা দক্ষিণের গাড়ি ইউবিএন-নাইটিংগেল-কাকরাইল চার্চ-মগবাজার দিয়ে মহাখালী যেতে পারবে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G