৬৩ কেজি ওজনের টিউমার

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৭ সময়ঃ ৪:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৫ অপরাহ্ণ

Medical team performing operationযুক্তরাষ্ট্রের মিসিসিপি’তে ৫৭ বছর বয়সী রজার লোগানের বসবাস। পেট অস্বাভাবিকভাবে ফুলে উঠতে শুরু করলে ডাক্তারের শরণাপন্ন হন তিনি। প্রথম প্রথম ডাক্তাররা বলেন, এটা নিছকই চর্বি। বহু পরীক্ষা নিরীক্ষার পর শেষমেশ ক্যালিফোর্নিয়াতে অপারেশন করে লোগানের পেটের ভেতর থেকে ৬৩ কেজি ওজনের একটি টিউমার অপসারণ করা হয়।

লোগানের পেটে প্রকাণ্ড এই টিউমারটির জন্ম প্রায় ১২ বছর আগে, ইতিমধ্যে সেটিতে চুল পর্যন্ত গজিয়ে গিয়েছিল। বিগত পাঁচ বছর ধরে বৃহদাকার টিউমারটির কারণে তিনি ব্যবসাপাতি তো দূরে থাক, ঠিকমতন চলাফেরাও কোর্টে পারেননি। একটি কার্গো ভ্যানে করে তাকে অপারেসনের জন মিসিসিপি থেকে ক্যালিফোর্নিয়া নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা বলেছিলেন, অপারেশন সফল হবার সম্ভাবনা মাত্র ৫০%। তারপরও লোগান ও তাঁর স্ত্রী দাক্তারদের উপর ভরসা রাখেন এবং অপারেশন সফল হয়। এখন তিনি স্বাভাবিক জীবনযাপন করার ব্যাপারে আশাবাদী।

তবে লোগানের টিউমারটি ওজনের দিক দিয়ে এ যাবতকাল পর্যন্ত অপসৃত বৃহত্তম টিউমারটির ধারে কাছেও নেই। সে টিউমারটির ওজন ছিল ১০৯ কেজি, চীনে এক ব্যক্তির পেট থেকে ২০১৪ সালে সেটি বের করা হয়।

 

প্রতিক্ষণ/এডি/নাজমুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G