অবর্জনার দুর্গন্ধে অতিষ্ট নগরবাসী(পর্ব-১)

প্রকাশঃ আগস্ট ৩০, ২০১৫ সময়ঃ ১১:৪৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

waste-management৮১ বর্গ কিলোমিটার আয়তনের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বসবাস প্রায় ৪০ লাখ মানুষের। আর এই এলাকার বাসাবাড়িসহ বিভিন্ন উৎস থেকে গড়ে প্রতিদিন ২১শ থেকে ২৪শ টন আবর্জনা সৃষ্টি হয়। ভিআইপি রোডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে রাস্তা দখল করে এ সব ময়লা-আবর্জনার পাহাড় জমিয়ে দুর্ভোগ সৃষ্টি করে রাখা হয়েছে। আর এসব ময়লা-অবর্জনার দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত নাগরিকদের।

সড়কে অপরিকল্পিত ডাস্টবিনের কারণে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে ভয়ানক দুর্গন্ধ আর অস্বাস্থ্যকর পরিবেশ, তেমনি তা হয়ে উঠছে যানজটের অন্যতম কারণ।

রাজধানীর মধ্যবাড্ডা এলাকার প্রধান সড়কের চিত্র হঠাৎ দেখে যে কারও মনে হতে পারে এটা আবর্জনা ফেলার ভাগাড়। দুর্গন্ধ এড়াতে নাক চেপে চলাচল করা হাজার হাজার পথচারীর; এই দৃশ্য নতুন কিছু নয়।

এছাড়া তালতলা বাস স্ট্যান্ডসহ মিরপুরের অধিকাংশ এলাকায় রাস্তার মধ্যেই যত্রতত্র রাখা হয়েছে সিটি কর্পোরেশনের আবর্জনার কন্টেইনার। দুর্গন্ধে নাভি:শ্বাস ওঠেছে এলাকাবাসী ও পথচারীদের।

এ বিষয়ে এক পথচারীরা জানায়, রাস্তার অর্ধেকটা জুড়ে এই ময়লা আর্বজনা দখল করে নেওয়ার জন্য প্রতিদিন রাস্তায় অনেক জ্যাম লেগে থাকে এবং আমাদের যাতায়াতের অনেক সমস্যা হয়

এ সম্পর্কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক কর্মকর্তা ক্যাপ্টেন কুমার সাহা প্রতিক্ষণ ডট কমকে বলেন, জনবল ও পরিবহন সংকটসহ নানা কারণে বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে সম্পন্ন করা যাচ্ছে না।

তবে কর্পোরেশনের নেয়া নানা প্রকল্পের মাধ্যমে সুষ্ঠভাবে বর্জ্য ব্যবস্থাপনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই বর্জ্য ব্যবস্থাপক।

একুশে টিভির সৌজন্যে ভিডিওটি দেয়া হলঃ

https://www.youtube.com/watch?v=rEMhQ03OBVM

প্রতিক্ষন/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G