অবশেষে মায়ের কোলে ফিরলেন শিশু সুমাইয়া
২৫ দিন পর অবশেষে শিশু সুমাইয়াকে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
গতকাল বুধবার রাত ৩টার দিকে রাজধানীর কদমতলী থানার জুরাইনের রহমতবাগ এলাকা থেকে শিশু সুমাইয়াকে উদ্ধার করা হয়। সুমাইয়ার বাবা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশু সুমাইয়াকে উদ্ধারের ব্যাপারে আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ডিএমপির লালবাগ বিভাগের (ডিসি) উপকমিশনার মো. ইব্রাহিম খান জানান, এ ঘটনায় সিরাজ মিয়া ওরফে বাবুল ও সাবিনা আক্তার বৃষ্টি নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জুরাইন রহমতবাগ এলাকার দক্ষিণ ধনিয়ায় কামাল মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ভাড়াটিয়া সিরাজুল ইসলামের ঘর থেকে সুমাইয়াকে উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২ এপ্রিল কামরাঙ্গীরচর এলাকা থেকে নিখোঁজ হয় ছয় বছরের সুমাইয়া। এ ব্যাপারে কামরাঙ্গীরচর থানায় মামলা হয়। এরপর থেকে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সুমাইয়ার খোঁজ করা হয়।
প্রতিক্ষণ/এডি/শাআ












