শারমিন আকতার :
আরও শুনবেন, আমাদের স্কুলের নাম ‘ভুঁতং শিঁক্ষং’। হাসতে হাসতে আমারতো দম বন্ধ হওয়ার মতো অবস্থা।
মন লাগলো আমাদের ভুতুরে কবিতা? ভালো বলবেন কীভাবে ? মজার ব্যাপার হল আমার বন্ধু ফাতিনআপনাদের ভাষাটা শিখিয়ে দিয়েছে। আবার ফেইসবুক আইডিও খুলে দিয়েছে। আস্তে আস্তে সব ভুত বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেব। আবার ভয় পাবেন নাতো? আপনারা নাকি ভুতের নাম দিয়ে বানানো মিথ্যা ভুতুরে ছবি দেখতে মজা পান। ==========