ঈদের দিনের আরটিভি

প্রকাশঃ সেপ্টেম্বর ২৫, ২০১৫ সময়ঃ ১০:১৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৮ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rtvঈদ-উল-আজহা উপলক্ষে নানা আয়োজনে সাজানো হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির অনুষ্ঠান। তারই ধারাবাহিকতায় ঈদের দিন যে অনুষ্ঠানগুলো প্রচারিত হবে তা হলো-

হালুম টুকটুকিরা লাইভে : শিশুদের জনপ্রিয় টিভি অনুষ্ঠান সিসিমপুর। সিসিমপুরের জনপ্রিয় চরিত্র হালুম, টুকটুকি, ইকরি ও শিকু। শিশুতোষ শিক্ষামূলক অনুষ্ঠানে  সিসিমপুরে এরা অভিনয় করে দারুণ জনপ্রিয় পেয়েছে। এবার শিশুদের সঙ্গে টেলিফোনে সরাসরি কথা বলতে  আবারও আরটিভি লাইভে হাজির হচ্ছেন হালুম, টুকটুকি, ইকরি ও শিকু। শাহরিয়ার ইসলামের প্রযোজনায় ঈদ উপলক্ষে আরটিভিতে সিসিমপুর লাইভ প্রচার হবে ঈদের দিন সকাল ১০ টা ৫ মিনিটে।

স্টার গেইম শো :  মজার সব খেলা নিয়ে নির্মাণ করা হয়েছে ‘স্টার গেইম শো’। অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন মজার গেইমে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানের ফাঁকে রয়েছে আড্ডা। স্টার গেইম শোতে অংশগ্রহণ করেছেন- নীরব, ইমন, সায়মন, আসিফ, আইরিন, সুজানা, শবনম ফারিয়া, ইশানা। অনুষ্ঠানটি  উপস্থাপনা করেছেন- মারিয়া নূর। সোহেল রানা বিদ্যুত এর প্রযোজনায় স্টার গেইম শো প্রচার হবে ঈদের দিন বিকাল ৫ টা ৩০ মিনিটে।

ধারাবাহিক নাটক ‘প্যারা’ : দু’জন বন্ধুর অভাব ও প্রতারণা সেই সঙ্গে নানা হাস্যরসের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ৬ পর্বের ধারাবাহিক নাটক ‘প্যারা’। আরিফ রহমানের রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হবে ঈদের দিন সন্ধ্যা ৬ টা ৩ মিনিটে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মোশাররফ করিম, হাসান মাসুদ, মারজুক রাসেল, বাঁধন, সুমন পাটোয়ারী, সোহেল খান, তারিক স্বপন প্রমুখ।

ধারাবাহিক নাটক ‘কপালে যদি থাকে হাড়’ : সৌদি আরব থেকে কোরবানীর দুম্বার মাংস আসে এদেশের গরীব মানুষদের মধ্যে বিতরণের জন্য। এসব মাংস মূলত ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হয়। স্থানীয় চেয়ারম্যান মেম্বারগণ তালিকা তৈরি করে, সেই মতো চেয়ারম্যান মাংস বিতরণ করে। এ মাংস বিতরণের মজাদার কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ৬ পর্বের ধারাবাহিক নাটক কপালে যদি থাকে হাড়। বৃন্দাবন দাসের রচনা ও সালাউদ্দিন লাভলু’র পরিচালনায় নাটকটি প্রচারা হবে আরটিভিতে ঈদের দিন রাত ৮ টা ৫০ মিনিটে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, চঞ্চল, শাহনাজ খুশি, বৃন্দাবন দাস, প্রসূণ আজাদ প্রমুখ।

ধারাবাহিক নাটক ‘ফরমাল-ইন রি-অ্যাকশন’ : মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় প্রচার হবে ৬ পর্বের ধারাবাহিক নাটক ‘ফরমাল-ইন রি-অ্যাকশন’। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, নিপুন, ডা. এজাজ, শামীমা নাজনীন, তারিক স্বপন, মিলন ভট্টাচার্য্য, সাজ্জাদ রেজা, মুকুল সিরাজ, ইকবাল বাবু, নুর আলম নয়ন, রিমি করিম, হায়দার মিথুন প্রমূখ। ঈদের দিন রাত ১১ টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটকটি।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G