কুমিল্লায় বাস চাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

প্রকাশঃ এপ্রিল ২৫, ২০১৭ সময়ঃ ১১:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৬ পূর্বাহ্ণ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।

গতকাল সোমবার রাত ৯টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বরল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হন অটোরিকশার দুজন।

নিহতরা হলেন কুমিল্লার লাকসাম উপজেলার গণ্ডামারা গ্রামের আবদুর রাজ্জাক, তাঁর স্ত্রী ঝর্ণা বেগম, শাশুড়ি জয়নবের নেছা ও অটোরিকশার চালক বাচ্চু মিয়া।

আহত দুজন হলো নিহত রাজ্জাকের সাত বছর বয়সী ছেলে রাজু ও আত্মীয় ইসহাক মিয়া। রাজুকে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্স ও ইসহাক মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, আহত রাজুর চিকিৎসার জন্য লাকসাম থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল পরিবারটি।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী ইকোনো পরিবহনের যাত্রীবাহী একটি বাস বরল এলাকায় এসে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। হতাহতদের পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার করে।

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খলিলুর রহমান জানান, ছেলে রাজুকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন রাজ্জাক। সঙ্গে ছিলেন স্ত্রী ও শাশুড়ি।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G